
স্পোর্টস রিপোর্টার: পোলার আইসক্রীম ২৪তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্টের (বালক ও বালিকা) ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার। শহীদক্যাপ্টেন এম মনসুর আলী ষ্টেডিয়ামে দুপুর ১টায় বালিকা বিভাগের ফাইনালে দুপুর ১টায় মুখোমুখি হবে ভিকারুনন্নিসা নূন স্কুল এন্ড কলেজ ও স্কলাসটিকা (উত্তরা)। একই দিন দুপুর ২টায় একই ভেন্যুতে বালক বিভাগের শিরোপা নির্ধারনী ম্যাচে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ও সানিডেল স্কুল লড়াই করবে।
এর আগে, রোববার দুপুর তিনটায় বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ২৫-৮ গোলে বি আই এস সি’কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। বিকাল চারটায় দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ২১-২৭ গোলে পরাজিত করে সানিযেল স্কুল ফাইনালের মহারনে নাম লেখায়।
ফাইনাল শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার প্রদান করবেন।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: ইয়াসিন