‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিক্যুয়েলে টাইগার শ্রফ

ডেস্ক: স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার সিক্যুয়েলে থাকছেন টাইগার শ্রফ। প্রযোজক করন জোহর এই খবর নিশ্চিত করেছেন। সিনেমাটির পরিচালক হিসেবে থাকছেন পুণিত মালহোত্রা।
টুইটারে দেয়া পোস্টে করন বলেন, আনুষ্ঠানিক ঘোষণা! পুণিত মালহোত্রা পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমায় থাকছেন টাইগার শ্রফ!
এর আগে টাইগার বলেছিলেন, করন জোহর তার স্ক্রিন টেস্ট নিয়েছেন। সেই পরীক্ষায় ভালো মতোই উতরে গেছেন টাইগার।
স্টুডেন্ট অব দ্য ইয়ারের প্রথম ছবিতে অভিষিক্ত হয়েছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। এই সিনেমাতেও অভিষিক্ত হতে পারেন শহীদ কাপুরের ভাই ইশান ও সাইফ আলি খানের কন্যা সারা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদন: শিপন আলী, সম্পাদনা: সাইফুল ইসলাম