
ঢাকা: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট ফোরাম এবং ‘ইউআইইউ ক্যারিয়ার কাউন্সিলিং সেন্টারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ইউআইইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় প্রেজেন্টেশন স্কিলস উন্নয়নমূলক কর্মশালা ‘স্ট্যান্ড আউট ফ্রম দ্যা ক্রাউড’।
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত কর্মশালাটি বিকেল তিনটায় শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ‘ডিরেক্টরেট অব স্টুডেন্টস অ্যাফেয়ারস’র পরিচালক মনজুরুল হক খান। প্রশিক্ষকদের মধ্যে ছিলেন বিডি ইয়াং স্টারজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির সরকার এবং প্রতিষ্ঠাতা পরিচালক তৌফিকুল ইসলাম।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে দক্ষ উপস্থাপনা, জীবনবৃত্তান্ত বা সিভি লেখার বিভিন্ন কৌশল ও সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকদ্বয়। এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি মনিরুজ্জামান খান বাপ্পি বলেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন এবং কর্পোরেট জীবনে নিজেকে সবার মাঝে সুন্দরভাবে উপস্থাপনের জন্য বিভিন্ন দক্ষতা প্রয়োজন। সেই চাহিদা থেকে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলায় কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তি