
মিশুক মনির, ঢাকা বিশ্ববিদ্যালয়: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশোভন মন্তব্য প্রচার করায় কাস্টমস কর্মকর্তা সুশান্ত পালকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করেছে।
বৃহস্পতিবার এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, রাজস্ব বোর্ডের ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’র জিরো টলারেন্স নীতির আওতায় তাকে খুলনা থেকে রংপুরে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হলো।
গত ১৮ অক্টোবর সকাল ১১ টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের হল ও শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ লেখা পোস্ট করেন ৩০তম বিসিএসের প্রথম হওয়া সুশান্ত পাল। এর পরই ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তীব্র প্রতিবাদ আর ক্ষোভের মুখে পড়ে পোস্টটি ফেসবুক থেকে মুছে ফেলে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেন তিনি। পরে ঢাবি’র এক শিক্ষার্থী তার বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা দায়ের করে।
প্রকাশ: লুফিআস