স্ত্রী হত্যার খবরে ৪ দফা অজ্ঞান বাবুল

ঢাকা: স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার খবর শুনে পুলিশ হেডকোয়াটার থেকে চট্টগ্রাম রওনা হওয়ার আগেই চার বার জ্ঞান হারিয়েছেন আলোচিত পুলিশ কর্মকর্তা (এসপি) বাবুল আক্তার। মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেনকে বাবুলের সহকর্মিরা এ তথ্য দিয়েছেন।
মোশারফের মেরাদিয়ার বাসভবনে রোববার রাতে মিতুর লাশ পৌঁছনোর পূর্বমুহূর্তে তাড়া নিয়ে আলোচনা করছিলেন। ওই সময় সমবেত পুলিশ কর্মকর্তাদের মোশারফ বলেন, ‘আমার মেয়েটা নিজের অপরাধে মরে নাই। বাবুলের কাজের জন্যই তাকে মরতে হয়েছে।’ রাত সাড়ে নয়টা অবধি বাবুলের সাথে তার কোনো কোথাও হয়নি বলে তিনি জানান।
উল্লেখ্য, চট্টগ্রামে জঙ্গিবাদ বিরোধী অভিযানে সফলতা দেখিয়ে আলোচনায় আসা পুলিশ কর্মকর্তা (এসপি) বাবুল আক্তারের নিহত স্ত্রী মিতুকে রোববার সকালে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এসকে/জাই