
বরিশাল: যৌতুকের দাবিতে জেলার উজিরপুর উপজেলার পূর্ব মুন্ডপাশা গ্রামের গৃহবধূ তানিয়া বেগমকে (২২) শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী কামাল আকনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শেখ আবু তাহের আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত কামাল পূর্ব মুন্ডপাশা গ্রামের আব্দুল কাদের আকনের পুত্র। নিহত তানিয়া একই উপজেলার জয়শ্রী গ্রামের মৃত আলিমুদ্দিনের কন্যা। আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০৯ সালে প্রেমের সম্পর্কে কামাল ও তানিয়ার বিয়ে হয়।
দুই বছরের মধ্যে দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে কামাল যৌতুকের দাবিতে তানিয়াকে একাধিকবার শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে তানিয়া তার বাবার বাড়ি থেকে কামালকে ৮০ হাজার টাকা এনে দেয়। পরবর্তীতে আরো টাকার জন্য তানিয়াকে নির্যাতন করতে থাকে।
এরই ধারাবাহিকতায় ২০১২ সালের চার মে রাতে কামাল যৌতুকের দাবিতে তানিয়াকে নির্যাতনের একপর্যায়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ ঘটনায় ছয় মে নিহতের মা সুফিয়া বেগম বাদি হয়ে কামালসহ ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১৩ সালের ১১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবির একমাত্র কামালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
প্রতিবেদন: জেলা প্রতিনিধি, সম্পাদনা: সজিব ঘোষ