স্ত্রী হত্যা চেষ্টায় অভিযুক্ত খালেদার প্রেস সচিব

ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিবের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন তার স্ত্রী তানিয়া হক। তিনি নিজেই সোমবার রাতে মোহাম্মদপুর থানায় এ মামলাটি দায়ের করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর নিউজনেক্সটবিডি ডটকম’কে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তানিয়া হক নিজে উপস্থিত থেকে সোমবার রাতে মারুফ কামাল খান সোহেলের বিরুদ্ধে মামলা করেন’।
পারিবারিক কলহের জের ধরে তানিয়াকে মারধর করা হয় উল্লেখ করে একটি হত্যার চেষ্টা মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩২। মামলার তদন্ত শুরু হয়েছে। মামলার অগ্রগতি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি