
ডেস্ক: ইউরো-২০১৬ তে নিজেদের প্রথম ম্যাচে কোন রকমে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ইউরোপের আরেক জায়ান্ট চেক রিপাবলিকের সাথে শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত তিন পয়েন্ট নিয়েই যাত্রা শুরু করেছে দলটি। ইনিয়েস্তার পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন বার্সা তারকা পিকে।
‘একের পর এক আক্রমণে চেক রিপাবলিকের রক্ষণ দুর্গ বারবার কাঁপিয়ে দিয়েছে দেল বক্সের শিষ্যরা।’
গোটা ম্যাচেই অবশ্য ভাল খেলেছে স্পেন। একের পর এক আক্রমণে চেক রিপাবলিকের রক্ষণ দুর্গ বারবার কাঁপিয়ে দিয়েছে দেল বক্সের শিষ্যরা।ম্যাচের পনের মিনিটে মোরাতার শট করলে রুখে দিয়ে ‘গোটা স্পেনকে’ প্রতিহত করা শুরু করেন চেক রিপাবলিকের গোল কিপার চেক। এদিন যেন নিজের সেরাটা দিতেই মাঠে নেমেছিলেন তিনি। ২৯ মিনিটে আবারো সেই মোরাতা গোলের সুযোগ নষ্ট করেন। ৩৯ মিনিটে আবারো চেক রিপাবলিকের ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হয় চেকের। মোরাতার আরো একোটি দূরপাল্লার শট রুখে দেন এই গোলকিপার।
বিরতি থেকে ফিরে গোলের জন্য আরো মরিয়া হয়ে পরে স্পেন। স্পেনের পজিশন নির্ভর ফুটবলের বিপরীতে ৫৭ মিনিটে অসাধারণ একোটি সুযোগ পায় চেক রিপাবলিক। কিন্তু ক্রেজেসির শট রুখে দেন ডে গিয়া। ৬৪ মিনিটে একদম গোলমুখের সামনে থেকে বল ক্লিয়ার করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন সেস ফ্যাব্রিগাস। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল ঠিক তখনই ৮৭ মিনিটে হেডে গোল করে দলকে উল্লাসে মাতিয়ে তোলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। এই জয়ে গ্রুপ ‘ডি’ তে ক্রোয়েশিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে স্পেন।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস