
ঢাকাঃ ঢাকাই সিনেমায় আসছে নতুন মুখ আসে নিয়মিতই। নিজেদের অবস্থান দৃঢ় করতে কাজ করে যাচ্ছে তারা। এবার ঢাকাই চলচ্চিত্রের নতুনের খাতায় নাম লেখালেন অভিনেত্রী তানিয়া রিতু। শুধু চলচ্চিত্র নয় কাজ করছেন নাটক-বিজ্ঞাপন ও বেশ কিছু মিউজিক ভিডিওতেও।
মকবুল হোসেনের ‘আয়না সুন্দরী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়া জগতে আসেন তানিয়া রিতু। সম্প্রতি গুণী নির্মাতা সোহানুর রহমান সোহান পরিচালিত ‘বাংলার বীর’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। মুক্তিযুদ্ধের গল্প নির্ভর ছবিটিতে হাসি-কান্না আর ভালোবাসায় মুড়ানো একটি পারিবারিক গল্প রয়েছে বলে জানালেন রিতু।
এ বিষয়ে তানিয়া রিতু বলেন, ‘সবার জীবনেই একটা স্বপ্ন থাকে, চাওয়া থাকে। আর একজন অভিনেত্রীর চাওয়া হচ্ছে গুণী নির্মাতার ছবিতে কাজ করা। আমারও অনেক দিনের স্বপ্ন ছিল সোহানুর রহমান সোহান স্যারের পরিচালনায় কাজ করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার বিশ্বাস এই ছবিটি দর্শকের মন জয় করবে।’
এদিকে কামাল কায়সার পরিচালিত ‘মা’ নামের একটি চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ও স্বপন আহমেদ পরিচালিত ‘তবুও ভালোবাসি’ চলচ্চিত্রে আনিসুর রহমান মিলনের বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি এম কে জামান পরিচালিত ‘অ্যাডিকশন’, গীতম মজুমদার পরিচালিত ‘ফুটপাতের মানুষ’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন রিতু। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন আরএফএল ও কারমো ফোমের আলাদা দুটি বিজ্ঞাপনেও।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/টিএস