
ঢাকা: জাতীয় সংসদে পেশ করা বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য সর্বমোট ১৯ হাজার ২৭৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
জাতীয় সংসদে বৃহস্পতিবার নতুন অর্থবছরের বাজেট বক্তৃতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এ বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এর মধ্যে অনুন্নয়ন ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ১৭ হাজার ৭৭৬ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১২ হাজার ৩৯২ কোটি টাকা। সুতরাং চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন্য ৬ হাজার ৮৮৪ কোটি টাকার বেশি বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে বরাদ্দ ছিল ১২ হাজার ৯৬ কোটি টাকা।
প্রস্তাবিত উন্নয়ন বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ের জন্য ২২৫ কোটি ৫৭ লাখ টাকা, পুলিশের জন্য ৩০৩ কোটি টাকা, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জন্য ৫১ কোটি ৮৪ লাখ টাকা, কারা অধিদফতরের জন্য ২২২ কোটি ১৮ লাখ, বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনির্বাপণ অধিদফতরের জন্য ৩০৯ কোটি ৩২ লাখ টাকা, কোস্টগার্ডের জন্য ৩০২ কোটি ৩৯ লাখ টাকা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জন্য ১২ কোটি ৮ লাখ টাকা এবং পাসপোর্ট ও বহিরাগমন অধিদফতরের জন্য ৩৩ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ও নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য দক্ষ, শক্তিশালী ও আধুনিক মন-মানসিকতা সম্পন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। প্রথমবারের মত বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১০০ নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বাড়ানো হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই