
ঢাকা: স্বপ্ন ছিল সফল অভিনেতা হওয়া এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করার। সেই স্বপ্ন আর প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে মাহবুব শাহীন নির্মান করছেন স্বল্পদৈঘ্য চলচ্চিত্র‘ভুলিতে পারিনা যারে’।
চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন জুয়েল হাসান। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘একটি সুন্দর মিষ্টি-মধুর প্রেম-ভালবাসার কাহিনী নিয়ে নিমির্ত ‘ভুলিতে পারিনা যারে’।’
তিনি আরও বলেন, ‘অতিসত্বর চলচ্চিত্রটির শুটিং বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হবে। আশা করছি দারুন একটি গল্প দর্শকদের উপহার দিতে পারবো।’
এই চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্রের নবাগত নায়ক মাহবুব শাহীন।
প্রসঙ্গত, মাহবুব শাহীন অভিনীত মুক্তিযোদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘দূরের আকাশ’ এর শুটিং চলছে। যার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বরজাহান হোসেন এবং পরিচালনা করছেন আইমান আহান।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ/হাজি/এসআই