
ঢাকা: দেশের উন্নতির বিরুদ্ধে চক্রান্ত করছে স্বাধীনতাবিরোধী অপশক্তি। তাদের সঙ্গে কোনো আপস নয়, ঐক্য নয়- এমন কথা বলেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন তারা।
শুক্রবার রাজধানীর পৃথক দুটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ কথা বলেন।
‘দেশ যখন উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন নানা চক্রান্ত শুরু হয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো আপস নয়।’- বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় দেয়া হবে না। ৭১-এ যেমন তাদের পরাজিত করেছি, এখনও পরাজিত করবোই।’
এসময় তিনি বাংলাদেশের মাটি থেকে জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করার কথাও বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে কাজটি শেষ করে যেতে পারেননি, সে কাজ তার কন্যা অত্যন্ত দক্ষতার সাথে করে চলেছেন। সে কারণেই সমগ্র জাতি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে।
এদিকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘একাত্তরে যারা পরাজিত হয়েছিল, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির আশা-আকাঙ্ক্ষাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা থাকায় তা সম্ভব হয়নি।’
জাতীয় ঐক্য সম্পর্কে তিনি বলেন, ‘কার সঙ্গে জাতীয় ঐক্য! যারা গ্রেনেড হামলা করে। হরতাল-অবরোধের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং যারা জঙ্গি-সন্ত্রাসীদের পক্ষে কথা, তাদের সঙ্গে কিসের ঐক্য?’
প্রতিবেদন-ময়ূখ ইসলাম, সম্পাদনা-জাহিদুল ইসলাম