স্বাধীনতা দিবস ম্যারাথন

স্পোর্টস রিপোর্টার: স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে আগামি ৭ এপ্রিল শুরু হচ্ছে ‘এনআরবি ব্যাংক স্বাধীনতা দিবস ম্যারাথন প্রতিযোগিতা’। সকাল ৭টায় শুরু হতে যাওয়া প্রতিযোগিতা বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে মহাখালী রেল ক্রসিং-জাহাঙ্গীর গেট-ফার্মগেট-শাহাবাগ-দোয়েল চত্বর-সচিবালয়-জিরো পয়েন্ট হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হবে।
দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, স্পন্সর প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসাত আলী।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: ইয়াসিন