
সাভার: উপজেলায় স্বামীকে গরম তেল মেরে ঝলসে দিয়েছেন আসমা আক্তার (২২) নামে এক নারী।
বৃহস্পতিবার রাতে সাভার উপজেলার তালবাগ এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
দগ্ধ স্বামীর নাম ইউসুফ জামিল বাবু (২৭)। ঘটনার পর থেকে লাপাত্তা আসমা। এ দম্পতির আশরাফুল ইসলাম নামে সাত বছরের একটি সন্তানও রয়েছে।
ওসি জানান, দাম্পত্য কলহের জেরে কয়েকদিন ধরে ইউসুফ ও আসমার মধ্যে বাক-বিতণ্ডা হচ্ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে জামিল তার ঘরে ঘুমিয়ে গেলে তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে গরম তেল ঢেলে দেন। এতে ইউসুফের মুখমন্ডলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়।
ইউসুফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/ওয়াইএ