
ডেস্ক: স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরেও যে ভালোবাসা থাকে তাই প্রমাণ করলেন সাউথ ক্যারোলাইনার স্পার্টানবার্গের এক স্ত্রী। তাই বিচ্ছেদ হওয়ার পরও স্বামীর জন্য অপেক্ষা করছেন ২৩ বছরের কিম্বার্লি মার্টিনেজ।
তবে শুধু নীরবে অপেক্ষা করেই তিনি ক্ষ্যান্ত হননি, স্বামীকে ফিরে পেতে সন্তানকে অসুস্থ করারও চেষ্টা করেছেন। আর এতেই তিনি নিজ সন্তানকে খুনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
কিম্বার্লি ভেবেছিলেন, ১৭ মাসের কন্যা শিশুকে লবণ খাইয়ে অসুস্থ করবেন আর এ খবর শুনেই বাড়িতে ছুটে আসবেন স্বামী। তিনি বাচ্চাকে এক চামচ লবণ খাইয়ে দেন। তবে তা হিতে বিপরীত হলো। কারণ লবণ খাওয়ার পর মারা যায় শিশুটি। এই ঘটনায় কিম্বার্লিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার নিজের মেয়ে পেটনকে এক চামচ লবণ খাইয়ে দেয় কিম্বার্লি। এতে শিশুটি পেট ব্যাথায় চিৎকার শুরু করলে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
আদালতে সরকারী আইনজীবী ব্যারি বার্নেট দাবি করেন, পেটনকে প্রথমে এক চামচ লবণ এবং পরে পানি খাওয়ানো হয়। তদন্তকারীদের কাছে কিম্বার্লি স্বীকার করেন, স্বামীর মন পেতেই নিজের মেয়েকে অসুস্থ করতে চেয়েছিলেন তিনি।
চিকিৎসকরা জানান, লবণের ফলে বিষক্রিয়ায় মৃত্যু হয় পেটনের। হাসপাতালে আনার দুদিন পর বুধবার মারা যায় সে। মৃত শিশুটি ছাড়াও কিম্বার্লির আরো দুই মেয়ে রয়েছে। সূত্র: এবিপি
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এফকে