Saturday, July 2nd, 2022
স্বাস্থ্য সতর্কবাণী ধূমপান ছাড়তে উৎসাহিত করে: জরিপ
March 21st, 2017 at 3:54 pm
স্বাস্থ্য সতর্কবাণী ধূমপান ছাড়তে উৎসাহিত করে: জরিপ

ঢাকা: সিগারেট প্যাকেটের মোড়কের সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ৭৫ শতাংশ ধূমপায়ীকে ধূমপান ছাড়তে উৎসাহিত করে। গত বছরের ১৯ মার্চ বাংলাদেশে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী চালু হওয়ার প্রায় এক বছর পরে তামাক সেবনকারীদের উপর পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে আসে।

সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ধূমপায়ীদের মধ্যে ভয়ের অনুভূতি তৈরি করে কিনা এ সম্পর্কিত প্রশ্নের উত্তরে জানা যায় এসব ছবি দেখে প্রায় ১৪ শতাংশ ধূমপায়ী অত্যন্ত ভয় পান, ৬১ শতাংশের বেশি খুব ভয় পান, ১৪ শতাংশের বেশি মোটামুটি ভয় পান  এবং বাকিদের মধ্যে তেমন প্রতিক্রিয়া তৈরি করে না।

তাছাড়া জরিপে আরো দেখা যায়, মোড়কে এই সতর্কবাণী সংযোজিত হওয়ার পর ধূমপায়ীরা তাদের ধূমপানের মাত্রা কমিয়ে দিয়েছে। আগে যেখানে ২৯ শতাংশ ধূমপায়ী দিনে ত্রিশ বারের বেশি ধূমপান করত এখন সেই হার ১৮.৭ শতাংশে নেমে এসেছে। এর প্রভাবে শহরের তুলনায় গ্রামীণ ধূমপায়ীদের মধ্যে ধূমপান কমানোর প্রবণতা বেশি।

জরিপে অংশগ্রহণকারীদের ৮৩ শতাংশ মনে করেন, এই সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী নতুন কেউ ধূমপান করার আগে তাকে কয়েকবার ভাবতে বাধ্য করবে। বাংলাদেশে প্রচলিত স্বাস্থ্য সতর্কবাণীর ধরণ সম্পর্কিত প্রশ্নের উত্তরে প্রায় ৯০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছে বর্তমানে যেভাবে সিগারেটের প্যাকেটের পঞ্চাশ শতাংশ স্থান জুড়ে ছবি রয়েছে তা ধূমপান কমানোর জন্য বা তা থেকে বিরত রাখার জন্য যথেষ্ট।

শহর ও গ্রামে তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রচারের আচরণগত প্রভাবের ওপর এক জরিপ পরিচালিত হয়। জরিপে সিগারেট, বিড়ি, জর্দা, গুল ইত্যাদি তামাক পণ্যের মোড়কে বা কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রচার করছে কিনা এবং মানুষ এসব ছবি দেখে কি ভাবছে এই বিষয়গুলো গুরুত্ব পায়। সেখানে বাংলাদেশের টোব্যাকো শিল্পের বর্তমান অবস্থাও তুলে ধরা হয়।

দেশের আটটি বিভাগের গ্রাম ও শহরাঞ্চলের ৬৪০ জন ধূমপায়ীর ওপর জরিপ চালিয়ে এ তথ্য সংগ্রহ করা হয়। এজন্য নির্দিষ্ট কিছু কাঠামোগত প্রশ্ন ব্যবহার করা হয়। এজন্য চারটি ফোকাস গ্রুপ ডিসকাশনও পরিচালনা করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান ইনার পাওয়ার এই জরিপ পরিচালনা করেন।

সকল ধরনের তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক হলেও জরিপের ফলাফল প্রমাণ করে সিগারেটের মোড়কেই কেবল তা মানা হচ্ছে। অন্যান্য বিড়ি, গুল, জর্দ্দার মোড়কে সচিত্র সতর্কবাণীর উপস্থিতি খুবই নগন্য। অংশগ্রহণকারী ৯৫ শতাংশের বেশি ই সিগারেটের মোড়কে এর উপস্থিতি দেখেছেন।

উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত গবেষণায় এটা প্রমাণিত যে সচিত্র স্বাস্থ্য সর্তকবাণী ধূমপানের কুফল সম্পর্কে জানাতে সবচেয়ে কার্যকরী পদ্ধতি।

বিজ্ঞপ্তি, সম্পাদনা: জাহিদ

 


সর্বশেষ

আরও খবর

ক্যান্সার সচেতনতায় জেসিআই ঢাকা ওয়েষ্ট ও বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট

ক্যান্সার সচেতনতায় জেসিআই ঢাকা ওয়েষ্ট ও বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট


ভ্যাকসিনের আশায় টিকাকেন্দ্রে রাতযাপন!

ভ্যাকসিনের আশায় টিকাকেন্দ্রে রাতযাপন!


ফ্রিতে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে জেসিআই ঢাকা ওয়েস্ট-অনাবৃ

ফ্রিতে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে জেসিআই ঢাকা ওয়েস্ট-অনাবৃ


৮ মাস পর দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ৩৫৫৪ শনাক্ত

৮ মাস পর দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ৩৫৫৪ শনাক্ত


অস্ট্রিয়াতে শুরু হয়েছে করোনাভাইরাসের গণপরীক্ষা । বিনামূল্যে এই পরীক্ষা করানো যাবে।

অস্ট্রিয়াতে শুরু হয়েছে করোনাভাইরাসের গণপরীক্ষা । বিনামূল্যে এই পরীক্ষা করানো যাবে।


দৈনিক চার হাজার মানুষের মৃত্যুর আশংকা আগামী মঙ্গলবার থেকে লকডাউনে যাচ্ছে সমগ্র গ্রেট ব্রিটেনে

দৈনিক চার হাজার মানুষের মৃত্যুর আশংকা আগামী মঙ্গলবার থেকে লকডাউনে যাচ্ছে সমগ্র গ্রেট ব্রিটেনে


করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮

করোনা: আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮


এন্টিড্রাগ ফেডারেশনকে সহায়তার আশ্বাস

এন্টিড্রাগ ফেডারেশনকে সহায়তার আশ্বাস


করোনা আক্রান্ত যশোরের চিকিসৎসককে ঢাকায় স্থানান্তর

করোনা আক্রান্ত যশোরের চিকিসৎসককে ঢাকায় স্থানান্তর


গণস্বাস্থ্যের করোনা ল্যাব ও প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ

গণস্বাস্থ্যের করোনা ল্যাব ও প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ