
ডেস্ক: ক্ষণজন্মা স্প্যানিশ কবি, নাট্যনির্মাতা, ও মঞ্চ নির্দেশক ফেদেরিকো গার্সিয়া লোরকা’র ৮০ তম মৃত্যুবার্ষিকী শুক্রবার। তৎকালীন রাজনৈতিক ও সামাজিক দূর্নীতির যাঁতাকলে নিষ্পেষিত এই মহান কবিকে ১৯৩৬ সালের ১৯ অগাস্ট হত্যা করা হয়। গোঁড়া জাতীয়তাবাদী গোষ্ঠী’র হাতে নিহত হওয়ার একদিন আগে তাকে গ্রেফতার করে স্থানীয় প্রশাসন। মানবজাতি ও এর সমাজব্যবস্থার কল্যাণের নিমিত্তে আত্মত্যাগকারী এই মনিষীকে শ্রদ্ধাভরে স্মরণ করার লক্ষ্যে তার রচিত তিনটি বিখ্যাত কবিতার বঙ্গানুবাদ থাকছে আজকের আয়োজনে।
‘অ্যাডাম’, ‘দি লিটল মিউট বয়’ ও ‘গিটার’- বাংলায় কবিতা তিনটি’র ভাষান্তর করেছেন সানাউল কবির সিদ্দিকী।
.
আদম
একজন রক্তবৃক্ষ ভিজে যায় সকালে
যেখানে গোঙায় সদ্যজন্মা মহিলা।
ক্ষতস্থানে কাঁচ ফেলে যায় তার কণ্ঠস্বর
শার্সিতে ফেলে যায় হাড়ের ছবি।
.
শুরু হয় আলোর রাজত্ব
বিস্মৃত রূপকথার শুভ্র সীমানায়
দাঙ্গারত শিরা-ধমনীর বিক্ষোভ মিছিল
এগোয় আপেলের নিষ্প্রভ শীতলতার দিকে।
.
মৃত্যুজ্বরের ঘোর, আদম স্বপ্ন দেখে
ধমনীর পথ ধেয়ে তাকে ছুঁতে আসে
এক ছুটন্ত শিশু।
.
কিন্তু আঁধার এক আদমের দাবি
নির্বীজ পাথরে ঠাঁসা নপুংসক চাঁদ
যেখানে পুড়ে শেষ হয় আলোর সন্তান।
.
ছোট্ট বোবা ছেলেটি
নিজের কণ্ঠস্বর খুঁজে বেড়াচ্ছিল ছোট ছেলেটি।
(যা ছিল ঝিঁঝিঁদের রাজার দখলে।)
এক ফোঁটা জলে
ছোট ছেলেটি তার কণ্ঠস্বর খুঁজছিল।
.
কথা বলতে নয়;
আমার গলায় গড়া হবে আংটি
যাতে তার ছোট আঙুলে এঁটে যায়
আমার বাকশক্তির অলঙ্কার।
.
এক ফোঁটা পানির তারল্যে
ছোট ছেলেটি তার কণ্ঠস্বর খুঁজছিল।
.
(বন্দী কণ্ঠস্বর, অনেক দূরে, তাই
সেজে নাও ঝিঁঝিঁ পোকার বেশে।)
.
গিটার
গিটারের কান্না
শুরু হয়।
সকালের পানপাত্র
চুরমার।
গিটারের কান্না
শুরু হয়।
.
অনর্থক
এ কান্নায় বিরতি।
অসম্ভব
এ অশ্রুর শুষ্কতা।
.
একঘেয়ে কান্নায় মগ্ন গিটার
যেন জলের বিলাপ
যেন তুষার জমা প্রান্তরের ওপরে
বাতাসের হা-হুতাশ।
অসম্ভব
এর কান্না থামানো।
.
দূরবর্তী’র মায়ায় এ কান্না
যেমন দূরবর্তী দক্ষিণের তপ্ত বালি
এ কান্না সাদা ক্যামেলিয়ার জন্য
এ কান্না লক্ষ্যহীন তীরের জন্য
এ কান্না প্রভাত হারা সন্ধ্যার জন্য
গাছের ডালে মরে যাওয়া
প্রথম পাখিটার জন্য এ কান্না।
.
হে, গিটার!
পাঁচটি তলোয়ারে-
চরম জখম এ হৃদপিন্ড!
অনুবাদক: চলচ্চিত্র ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থী, সাংবাদিক; সম্পাদনা: শিপন আলী