
নয়া দিল্লি: হ্যাকিং ও তথ্য চুরির লাগাম টেনে ধরতে কেন্দ্রীয় সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সরকারি কাজে স্মার্টফোন ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে ভারত সরকার। কেবল সর্বশেষ প্রচেষ্টা হিসেবে জরুরি ক্ষেত্রে স্পর্শকাতর সরকারি কাজে স্মার্টফোন ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে তাদের।
সরকারি অফিসে সাইবার নিরাপত্তা বিষয়ক দুইদিনের এক কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দেশনা দেয়। তাতে কর্মকর্তারা বলেন, ম্যালওয়ার বা স্পাইওয়ারের আশঙ্কার কারণে সরকারি কাজে স্মার্টফোন ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। বিশেষ করে স্পর্শকাতর আলোচনা ও তথ্য শেয়ারের ক্ষেত্রে এটি পরিহার করতে হবে।
শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, পাশাপাশি পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অন্যান্য স্পর্শকাতর দফতরের কর্মকর্তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। একজন কর্মকর্তা বলেন, যদিও শুধু প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র সরাসরি নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে জড়িত, তারপরও সরকারি কাজে ও স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে স্মার্টফোন ব্যবহার না করার নির্দেশনা সব সরকারি দফতরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সাইবার সিস্টেমের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হ্যাকিংয়ের ঝুঁকি। কেবল ভারতে নয়, সারা বিশ্বেই এটি বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে সরকারি কাজের ক্ষেত্রে স্মার্টফোনের ব্যবহার বিচক্ষণতার সাথে করার পরামর্শ দেয়া হয় সবাইকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই