Friday, June 2nd, 2023
স্মার্টফোন যখন লাউড স্পিকার বা প্রজেক্টর
June 12th, 2016 at 6:38 pm
স্মার্টফোন যখন লাউড স্পিকার বা প্রজেক্টর

ডেস্ক: নতুন প্রযুক্তির ‘মটো মোডস’ নিয়ে যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যান্সিস্কোতে অনুষ্ঠিত টেক ওয়ার্ল্ড শো কিনোট ইভেন্টে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেনেভো।

‘মটো জেট’ এবং ‘মটো জেট ফোর্স’ নামের নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোকে পেছনের কভার পরিবর্তনের মাধ্যমে প্রজেক্টর অথবা লাউড স্পিকারে রূপান্তর করা সম্ভব হবে।

টাইমস অব ইন্ডিয়া’র প্রকাশিত খবরে বলা হয়, লেনেভো মটো মোডস এমন এক ধরনের মোড যা হ্যান্ডসেটের পিছনে চুম্বকের সাহায্যে অন্য একটি ব্যকপার্টকে যুক্ত করা যাবে। মটো জেট এবং জেট ফোর্স স্মার্টফোনের পিছনে থাকা ১৬টি ম্যাগনেটিক পিনের মাধ্যমে মটো মোডস যুক্ত হবে। এই মোডের মাধ্যমে ফোনটিতে সর্বোচ্চ ৭০ ইঞ্চির পর্দার প্রজেক্টর অথবা উন্নতমানের জেবিএল লাউড স্পীকারে রুপান্তর করা সম্ভব হবে।

এছাড়াও এই মোড ব্যবহার করে পাওয়া যাবে ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারী ব্যাকআপ। লাউড স্পীকার ব্যবহারের মাধ্যমে ক্লিয়ার সাউন্ডে কথা বলা যাবে। গান শোনা বা ভিডিও দেখার জন্য থাকছে কিক স্ট্যান্ড। তবে ডিভাইস দুটির বিক্রয়মূল্য এখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

স্মার্টফোন দুটির মধ্যে মটো জি ফোর্স অপেক্ষাকৃত বেশি শক্তিশালী। কারণ এই ফোনটিতে উন্নতমানের ব্যাটারী, ও ব্যাকক্যামেরা ব্যবহৃত হয়েছে ও থাকছে দ্বিতীয় প্রজন্মের শ্যাটার ডিসপ্লে। এই ডিসপ্লে প্রযুক্তিটি সর্বপ্রথম মটো এক্স ফোর্স স্মার্টফোনটিতে দেখা গিয়েছিল।

মটো জেট ডিভাইসটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে। ৪ জিবি র‌্যাম এবং আদ্রেনো ৫৩০ জিপিইউযুক্ত ডিভাইসটিতে আছে কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। দুটি ফোনেই টার্বো চার্জ প্রযুক্তি থাকায় এটি মাত্র ১৫ মিনিট চার্জে ১৫ ঘন্টা চলার সক্ষমতা রয়েছে।

ব্যবহারকারীদের উন্নত সেবা দিতে দেয়া হয়েছে টার্বো চার্জিং প্রযুক্তিযুক্ত মটো জি স্মার্টফোনে আছে ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। রয়েছে লেজারযুক্ত অটো ফোকাস সমৃদ্ধ মটো জেট স্মার্টফোনের পিছনে ও সামনের ক্যামেরা যথাক্রমে ১৩ ও ৫ মেগাপিক্সেল। ডিভাইসটি’র স্টোরেজ ধারণ ক্ষমতা ৩২জিবি এবং ৬৪জিবি রাখা হয়েছে তবে অতিরিক্ত মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট বাড়িয়ে নেওয়া যাবে।

মটো জেট ৪জি, এলটিই নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ-সি, জিপিএস সংযোগ করা যাবে। মটো জেট ফোর্স স্মার্টফোনে  পেছনে ২১ মেগাপিক্সেল ও সামনের ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।  মটো জি স্মার্টফোনটি ৫.২ মিলিমিটার পাতলা হলেও মটো জি ফোর্স ৭ মিলিমিটার পাতলা। সেক্ষেত্রে মটো জেট স্মার্টফোন বাজারের অন্যতম পাতলা স্মার্টফোন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে , মটো জেট এবং মটো জেট ফোর্স ডিভাইস দুটি মার্কিন যুক্তরাষ্ট্রে মটো জেট ড্রয়েড এবং মটো জেট ফোর্স ড্রয়েড নামে ভেরাইজনের মাধ্যমে বিক্রি শুরু হবে। এ বছরের সেপ্টেম্বরে বিশ্বব্যাপী ডিভাইস দুটি বাজার পাওয়া যাবে।

নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/আইকে

 


সর্বশেষ

আরও খবর

টেকনো মিডিয়া-ইন্টার টেকনো চুক্তি

টেকনো মিডিয়া-ইন্টার টেকনো চুক্তি


এসি’র বিস্ফোরণ এড়াতে প্রয়োজন নিয়মিত সার্ভিসিং

এসি’র বিস্ফোরণ এড়াতে প্রয়োজন নিয়মিত সার্ভিসিং


সৌদি আরবের প্রথম নারী নভোচারী হতে যাচ্ছেন রায়ানাহ বারনাভি

সৌদি আরবের প্রথম নারী নভোচারী হতে যাচ্ছেন রায়ানাহ বারনাভি


পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ

পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ


ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ১১৯তম

ইন্টারনেটের গতিতে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ এখন ১১৯তম


শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি: ন্যানোটেকনোলজির পথে বাংলাদেশ

শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি: ন্যানোটেকনোলজির পথে বাংলাদেশ


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লিমন ডাক পেয়েছেন গুগলে 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লিমন ডাক পেয়েছেন গুগলে 


অনলাইন জুয়া: ৩৩১ ওয়েবসাইট বন্ধ করল বিটিআরসি

অনলাইন জুয়া: ৩৩১ ওয়েবসাইট বন্ধ করল বিটিআরসি


এক কোটি অর্ডারের মাইলফলকে চালডাল

এক কোটি অর্ডারের মাইলফলকে চালডাল


হঠাৎ করেই কমছে ফেসবুক পেইজে ফলোয়ার সংখ্যা 

হঠাৎ করেই কমছে ফেসবুক পেইজে ফলোয়ার সংখ্যা