
ডেস্ক: বড় আকৃতির স্ক্রিনের স্মার্টফোনের বাজারে আরো এক নতুন সংযোজন স্যামসাং গ্যালাক্সি নোট৭। নিখুঁত কারিগরি পদ্ধতি, প্রিমিয়াম উপকরণ এবং একটি অনন্য, সিমেট্রিকাল এজ ডিজাইনের সমন্বয়ের নেই স্মার্টফোনটিতে রয়েছে উদ্ভাবনী সব ফিচার।
স্যামসাং ইলেকট্রনিক্স-এর মোবাইল কমিউনিকেশন বিজনেস-এর প্রেসিডেন্ট ডিজে কোহ্ বলেন, ‘গ্যালাক্সি নোট৭ কার্যক্ষমতা, বিনোদন এবং সর্বোচ্চ নিরাপত্তা ফিচারের সমন্বয়ে গঠিত। শক্তিশালী ইকোসিস্টেম দ্বারা পরিচালিত এই ডিভাইসটি অধিক চাহিদাশীলদের তাদের জন্য একটি আদর্শ সমাধান’।
তিনি আরো বলেন, ‘আগের থেকে আমাদের জীবনের গতি আরো দ্রুত হয়েছে তাই আমরা গ্যালাক্সি নোট৭ নিয়ে এসেছি যা সর্বাবস্থায় যে কোনো প্রয়োজন মেটাতে সাহায্য করবে।’
গ্যালাক্সি নোট৭’র ফিচার সমূহ
এস পেন: গ্যালাক্সি নোট৭-এর এস পেন শুধু একটি লেখার অনুষঙ্গের চেয়ে বেশি কিছু। এর অলওয়েজ অন ডিসপ্লে মুডের মাধ্যমে স্ক্রিন অফ মেমো ব্যবহার করে গ্রাহকরা স্ক্রিনকে আনলক না করেই ভাবনাগুলো লিখে ফেলতে পারবেন। এই এস পেনটি স্ক্রিন স্পর্শ না করেই গ্রাহকদের আরো দেবে স্মার্ট নির্বাচনের সঙ্গে সহজেই জিআইএফ অ্যানিমেশন তৈরি, শেয়ার এবং নিউ এয়ার কমান্ড ফাংশন, বর্ধিতকরণ এবং অনুবাদ করার সুযোগ যা গ্রাহকদের স্ক্রিনে জুম ইন অথবা ভাষা অনুবাদের সুবিধা দেবে। একটি নতুন সমন্বিত অ্যাপ ব্যবহারকারীদের হাতে লেখা নোট, ড্রয়িং অথবা মেমো একই স্থানে সংরক্ষণ ও এডিট করতে সক্ষম। এই নতুন এস পেন দিয়ে স্পষ্টভাবে ও আরামদায়কভাবে লেখা যায়। এর অতি সুক্ষ্ম ০.৭ মি.মি. টিপ এবং উন্নত প্রেসার সেন্সসিটিভিটি গ্রাহকদের দেয় সত্যিকার কলম ব্যবহারের অনুভূতি। গ্যালাক্সি নোট৭ এস পেন- এ রয়েছে আইপি৬৮ পানি রোধক ফিচার যা গ্রাহকদের দেবে মানসিক প্রশান্তি, এতে ব্যবহারকারীরা ভেজা স্ক্রিনেও নির্বিঘ্নে নিজেদের ভাবনাগুলোকে লিখে ফেলতে পারবেন।
৫.৭ ইঞ্চি কার্ভড সুপার অ্যামোলেড স্ক্রিন যা ব্যবহারকারীকে দেয় চোখধাঁধানো এবং চিত্তাকর্ষক ইমারসিভ ছবি। দীর্ঘস্থায়ী কর্নিং গরিলা গ্ল্যাস ৫, সামনে-পেছনে ডুয়েল কার্ভড স্ক্রিন, ডুয়েল পিক্সেল সেন্সর প্রযুক্তি, ওয়াইড অ্যাপারচার এবং দ্রুত অটো ফোকাস ফিচারের ক্যামেরা।
এছাড়াও স্মার্টফোনটিতে আরো রয়েছে, ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, গ্যালাক্সি নোট৭ দিচ্ছে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি ব্যবহারের সুবিধা। এর ব্যাটারি ৩,৫০০ এমএএইচ।
আইরিস স্ক্যানার ও ইন্ডাস্ট্রির শীর্ষ নিরাপত্তা ব্যবস্থা নক্সকে সাথে করে স্যামসাং- এর গ্যালাক্সি নোট৭-এ নিয়ে এসেছে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এবং আইরিস স্ক্যানিং প্রযুক্তিসহ অত্যাধুনিক মানের বায়োমেট্রিক অথেন্টিকেশন, উন্নতমানের নিরাপত্তা এবং গোপনীয়তা। আইরিস স্ক্যানার হচ্ছে শুধু ফোন ব্যবহারকারীর চোখ স্ক্যান করে ফোন আনলক করা যাবে। গ্যালাক্সি নোট৭ দিচ্ছে একটি ব্যবহারকারীর নতুন মাত্রার আত্মবিশ্বাসী নিরাপদ যা আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে।
এছাড়াও স্মার্ট ম্যানেজারের মাধ্যমে সহজ পাওয়ার ম্যানেজমেন্ট ইউএক্স এবং দ্রুত চার্জের জন্য ইউএসবি-সি পোর্ট। এই গ্যালাক্সি নোট৭-এ আপনি পাবেন ওয়ারলেস চার্জার বিশেষ করে স্যামসাং-এর ফাস্ট চার্জার ওয়ারলেস প্যাডস। এটি এইচডিআর ভিডিও চালাতে সক্ষম। গ্যালাক্সি নোট৭-এর প্রি-বুকিং দ্রুতই শুরু হতে যাচ্ছে। এটি বাংলাদেশে গোল্ড প্লাটিনাম এবং ব্ল্যাক অনিক্স কালারে পাওয়া যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই