
ঢাকা: মাইক্রোওয়েভ ওভেন কিনে বালি ট্রিপ জিতে নিলেন প্রথম সপ্তাহের বিজয়ী এএসএম মাহমুদ কবির বিজয়। ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে কনজ্যুমার ইলেকট্রনিক্স কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স আয়োজিত ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারের আওতায় এই পুরস্কার জিতে নেন মাহমুদ কবির।
ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের রিটেইল সেলস ম্যানেজার মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘বাংলাদেশে স্যামসাং ইলেকট্রনিক্স’র ‘গ্র্যান্ড ইনভাইট’ অফারে ডিস্ট্রিবিউটর হিসেবে অংশ নিতে পেরে ইলেক্ট্রা গর্বিত। আমরা আনন্দিত যে, মাহমুদ কবির আমাদের শো-রুম থেকে মাইক্রোওয়েভ ওভেন কিনে বালি ট্রিপ জিতে নিয়েছেন।’
রমজান মাসে গ্র্যান্ড ইনভাইট অফারে গ্রাহকরা যে কোনো স্যামসাং অনুমোদিত স্টোরসমূহ থেকে ইলেকট্রনিক্স পণ্য কিনে জিতে নিতে পারবেন তিন দিন দুই রাতের আরো চারটি বালি ট্রিপ (কাপল ট্রিপ) এবং প্রতিদিন একটি ৩২” কার্ভড টিভি। এছাড়াও স্যামসাং বাংলাদেশ’র হোম অ্যাপ্লায়েন্স পণ্যে বিদ্যমান অফারগুলোও থাকবে। স্যামসাং’র অনুমোদিত ডিস্ট্রিবিউটরগুলো হচ্ছে- ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস্ এবং সিঙ্গার।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসজি