
ডেস্ক: কেন্দ্রীয় চুক্তি নিয়ে ঝামেলা মিটছেই না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের। নতুন করে ২০১৬-১৭ মৌসুমে ঘোষিত চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন মারলন স্যামুয়েলস, কার্লোস ব্রাথওয়েট ও ড্যারেন ব্র্যাভো। এক কথায় তারা নাকচই করে দিয়েছেন ক্যারিবীয় বোর্ডকে!
শারজায় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শেষ হওয়ার আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তির খবর জানায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যদিও সেখানে ওই ক্রিকেটারদের চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কারণ ব্যাখ্যা করা হয়নি। এবার ঘোষিত চুক্তিতে নেওয়া হয়েছে ১২ জনকে। এ বছর ঘোষিত আগের চুক্তিতে এই সংখ্যাটি ছিল ১৫।
আগের চুক্তি থেকে বাদ পড়েছেন দিনেশ রামদিন, কেমার রোচ, জেরোমি টেইলর। যদিও টেইলর টেস্ট থেকে অবসরে গেছেন। বাদ পড়েছেন পেসার শেলডন কোট্রেল, ওপেনিং ব্যাটসম্যান রাজেন্দ্র চন্দ্রিকা। নতুন মুখ হিসেবে রয়েছেন রোস্টন চেজ, আলজারি জোসেফ, মিগুয়েল কামিন্স ও জোমেল ওয়ারিকান।
কেন্দ্রিয় চুক্তির খেলোয়াড়: দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রাথওয়েট, শেণ ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শাই হোপ, লিওন জনসন, আলজারি জোসেফ, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, জোমেল ওয়ারিকান।
প্রতিবেদন: কবির, প্রকাশ: তুহিন