
ডেস্কঃ ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত অংশগ্রহণ করা স্লোভাকিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ আটের তালিকায় নাম লিখিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
রোববার সন্ধ্যায় ফ্রান্সের লিলে অনুষ্ঠিত ম্যাচটি পুরোটাই ছিল জার্মানি প্রভাবগ্রস্থ। অষ্টম মিনিটে জেরোম বোয়াটেঙের গোলে শুরুটাও হয় দুর্দান্ত। টনি ক্রুসের কর্নার কিক থেকে বল বিপদসীমার বাইরে পাঠাতে মরিয়া স্লোভাকিয়ান খেলোয়াড়ের ভুলে ডি বক্সের বাইরে বল দখলে আসে জেরোমের। গোলপোস্টের ২৫ গজ দূরে থেকে সজোর ভলিতে এক ডিফেন্ডারের পা ছুঁয়ে বল গোলপোস্ট অতিক্রম করে।
ঠিক পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ানোর মোক্ষম সুযোগ হাতছাড়া করেন ওজিল, তার নেয়া পেনাল্টি শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন গোলরক্ষক। খেলার ২৫ মিনিটের মাথায় আবার জার্মানিকে হতাশ করেন ওজিল। গোমেজের হেড থেকে বল পেয়ে ভলি করলেও তা পোস্ট ছুঁয়ে মাঠের বাইরে চলে যায়।
৪১তম মিনিটে স্লোভাকিয়ার ইউরাই কুচকার হেড ডান দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান মানুয়েল নয়ার।
দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন বেসিকতাসের ফরোয়ার্ড গোমেজ। ডি-বক্সে বাঁ দিক থেকে সঙ্গে লেগে থাকা এক জনকে কাটিয়ে ইউলিয়ান ড্রাক্সলারের বাড়ানো বল সহজেই জালে পাঠিয়ে দেন গোমেজ।
দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে দেয়া হয়নি স্লোভাকিয়াকে। একের পর এক আক্রমণের ধারাবাহিকতায় ৬৩তম মিনিটে তৃতীয় গোলটি পায় জার্মানরা। রিয়ার মাদ্রিদের মিডফিল্ডার ক্রুসের কর্নার থেকে মাট হুমেলসের হেডে পাওয়া বল দারুণ ভলিতে কাছ থেকে জালে জড়িয়ে দেন ডাক্সলার।
আগামী শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে জার্মানির প্রতিপক্ষ হবে ইতালি ও স্পেনের মধ্যে বিজয়ী দল।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস