
ঢাকা: রাজধানীর সড়কগুলোতে অবৈধ দোকান বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
বুধবার সকাল ১০ টায় রাজধানীর গুলিস্তান এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া একথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানে অবৈধ দোকানপাট বসানোর কারণে যেমন যানজটের সৃষ্টি হয়, তেমনি ফুটপাট দখল হওয়ায় চুরি, রাহাজানি, ছিনতাই ও পকেটমারসহ অজ্ঞান ও মলম পার্টির তৎপরতাও বৃদ্ধি পায়। এসব অপরাধ প্রতিরোধে এবং এই এলাকা যানজটমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান।’
তিনি জানান, ইতিমধ্যে রাজধানীর মতিঝিল এলাকার শাপলা চত্বর এবং আইডিয়াল স্কুলের আশপাশ এলাকার মাছ ও ফলসহ সব ধরনের অবৈধ দোকান ও ভাসমান টং ঘর উচ্ছেদ করা হয়েছে। এরপর পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।
কমিশনার বলেন, ‘ঢাকায় সড়ক তুলনামূলকভাবে কম কিন্তু যানবাহন ও মানুষের সংখ্যা বেশি হওয়া এবং ফুটপাথে অবৈধ দোকান বসানোর কারণে অসহনীয় যানযটের সৃষ্টি হচ্ছে। ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই এর সফলতা পুরোপুরি অর্জিত হবে না। এর সফলতা শতভাগ অর্জন করার লক্ষ্যে সকল পেশাজীবী নাগরিকদের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন।’
উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) জামিল আহমদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই