
হবিগঞ্জ: হবিগঞ্জে বাস-ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুই প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার হাফিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত দুজনের লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় পাঠিয়েছে পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, ‘শুক্রবার মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে করে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরা ৪০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়।’
‘বাসটি বাহুবলের হাফিজপুর আসা মাত্র বিপরীত দিক থেকে আসা ট্রাক ও ট্রাকটিকে ওভারটেক করতে যাওয়া মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন’ বলেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ