
ঢাকা: সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দফতরগুলোর সমন্বয়ে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ অধিদফতর গঠন করা জরুরি বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
শনিবার নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার উদ্যোগে র্যালি পরবর্তী এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সকাল সাড়ে ১০টায় শিল্পকলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পুরানা পল্টন হয়ে মুক্তাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মুক্তাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিসচার যুগ্ম মহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা একটি জাতীয় সমস্যা। এ সমস্যা নিরসনে জাতীয় ঐক্য প্রয়োজন। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দফতরগুলোর সমন্বয়ে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন সড়ক দুর্ঘটনা প্রতিরোধ অধিদফতর গঠন করা জরুরি।
র্যালি ও সমাবেশে নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শাখার নেতাকর্মী এবং সমমনা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে জাহানারা কাঞ্চনের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এসময় নিসচার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে নিসচার কেন্দ্রীয় কার্যালয় ৭০ কাকরাইলে প্রয়াত জাহানারা কাঞ্চন এর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ