
নিউজনেক্সটবিডি ডেস্ক,
ঢাকাঃ করোনা মহামারীর কারণে এ বছর খুবই সীমিত পরিসরে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবারের হজে মাত্র ১ হাজার মুসল্লিকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
বুধবার হজের প্রথম দিন মক্কা থেকে ১০০০ হাজি ইতিমধ্যে মিনায় পৌঁছেছেন। আর এর মধ্য দিয়ে শুরু হয়েছে হজে আনুষ্ঠানিকতা। খবর আরব নিউজের
করোনা মহামারীর কারণে এবার শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং দেশটিতে বসবাসকারী বিদেশি নাগরিকরা হজে অংশ নিতে পারছেন।
যে ১ হাজার জন হজে অংশ নিয়েছেন তাদের গত ২৫ জুলাই থেকে আবাসিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখানে শারীরিক সুস্থতাসহ হজের প্রাথমিক প্রস্তুতির কাজ সমাপ্ত করা হয়।
সৌদি সরকারের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে ১১৪১ হিজরির হজ আয়োজনের নির্দেশনা দিয়েছে। হজের গণজমায়েতে করোনার বিস্তারের আশঙ্কা রয়েছে। তাই হজযাত্রীদের সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতি বছর প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করেন। বাংলাদেশ থেকে এ বছর এক লাখ ৩৭ হাজার হজ যাত্রী যাওয়ার কথা ছিল। কিন্তু সীমিত আকারে হজ আয়োজনের সিদ্ধান্তের কারণে, তাদের কেউ এবার হজে যেতে পারেননি।