
ঢাকা: চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়বে বৃহস্পতিবার। আর বুধবার হজ ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঞ্চ তৈরি ও হজ ক্যাম্পের সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। এ জন্য ক্যাম্পে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা।
এদিকে হাজিদের নিরাপত্তায় ক্যাম্পের প্রবেশ পথের পাশেই স্থাপন করা হয়েছে অস্থায়ী কন্ট্রোলরুম। থাকছে আর্চওয়েও। আর গেট দিয়ে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশিও চলছে।
এছাড়া র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা ইউনিটের সদস্যদের কড়া নজরদারি থাকবে হজ ক্যাম্পে। এরই অংশ হিসেবে হজযাত্রীদের স্বজনদের হজ ক্যাম্পের ভেতরে প্রবেশ না করার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার হজ সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন হজ ক্যাম্পের পরিদর্শন শেষে বলেন, ‘বুধবার প্রধানমন্ত্রী হজ ব্যবস্থাপনা কার্যক্রম-২০১৬ উদ্বোধন করবেন।’
চলতি বছর এক লাখ এক হাজার ৭৫৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা হজযাত্রীদের বিভিন্ন সেবা পরিদর্শন করে দেখেছি। এবার হজযাত্রীদের থাকার জন্য ক্যাম্পের ডরমেটরি ও ক্যান্টিনের পরিবেশ অত্যন্ত ভালো। নিরাপত্তার স্বার্থে তাদের স্বজনরা এবার ভেতরে থাকতে পারবেন না। তবে তাদের সার্বিক সহযোগিতা করতে বিভিন্ন টিম কাজ করছে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/এসজি