
লস অ্যাঞ্জেলস: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পার্শ্ববর্তী স্টুডিও শহরে ব্যাপক ঝড়ে হঠাৎ করেই রাস্তা ধসে দুটি গাড়ি ২০ ফুট গভীরে পড়ে গেছে। শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই ঘটনায় আহত এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা এরিক স্কট জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে একটি গাড়ি হঠাৎ করেই রাস্তা ধসে ২০ ফুট গভীরে পড়ে যায়। এ ঘটনার কয়েক মিনিট পরে আরেকটি গাড়ি ওই গর্তে পড়ে যায়।
স্কট আরো জানান, ওই ঘটনায় আহত এক নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে লস অ্যাঞ্জেলস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ ফুটের একটি মই দিয়ে আহত ওই ৪৮ বছর বয়সী নারীকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
আহত ওই নারী জানান প্রচণ্ড ঝড়ের মধ্যে যখন তিনি ওই সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ করেই গাড়িটি রাস্তা ধসে নিচে পড়ে যায়। গাড়িটি নিচে পড়ে যাওয়ার পরই জানালা দিয়ে পানি ঢুকতে শুরু করে, তখন তিনি জানালা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই নারী গাড়ির দরজা খুলতে পারেন এবং তা বেয়ে গাড়ির উপরের দিকে উঠে আসেন। পরে তাকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।
দ্বিতীয় গাড়িটি ফাটলে পরার আগেই গাড়ির চালক সুস্থভাবে বেরিয়ে আসতে পেরেছেন বলেও লস অ্যাঞ্জেলস টাইমসের ওই প্রতিবেদনে জানানো হয়। শনিবারের মধ্যেই গাড়ি দুটো উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ