
ঢাকা: হতাশার ম্যাচ ভুলে শনিবার ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি জানান, আফগানিস্তানের সাথে সিরিজের শেষ ওয়ানডেতে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে মাশরাফির দল।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শুক্রবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আত্মবিশ্বাস অবশ্যই আছে। আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। আমার কাছে মনে হয় না, আমরা এতদিন যে কাজগুলো করে এসেছি…. যে সাফল্যগুলো পেয়ে এসেছি তা একদিনের একটি ম্যাচে শেষ হয়ে যাবে।’
‘আমরা সবাই হতাশ। এর মানে এই না যে, এত দিন যে কাজগুলো করেছি তা আমরা ভুলে গেছি। একটা খারাপ দিন গেছে, এটা ক্রিকেটে হয়। যে কোনো খেলাতেই হয়। এগুলো মাথায় নিয়ে নামলে আরও কঠিন হবে কাজটা। আমরা চেষ্টা করছি মানসিকভাবে ফ্রি থেকে মাঠে নামতে।’
গত ম্যাচের হারটি মূলত ব্যাটিং-ব্যর্থতার পরিণতি। সঙ্গে কিছু বাজে ফিল্ডিং যোগ হওয়ায় সম্ভাবনা জাগিয়েও শেষ রক্ষা হয়নি। তারপরও ওই হারকে ‘একটা বাজে দিনের’ফলাফল হিসেবেই দেখছে বাংলাদেশ। এমন বাজে দিন তো আর বারবার আসে না! এসব মাথায় নিয়ে মাঠে নামা মানে উল্টো চাপ বাড়ানো। কাজ কঠিন করে তোলা। দলের সবার কাছে তাই নির্ভার ক্রিকেট আশা করছেন অধিনায়ক। আর চান সেরা ক্রিকেট, ‘গত ম্যাচে ঘুরে দাঁড়িয়েও শেষটা ভালো করতে পারিনি। একের পর এক উইকেট পড়ে যায়। এ রকম আমরা আশাই করিনি। আমরা আসলে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। এখন সেটা নিয়েই বেশি ভাবছি।’
উইকেটের চেহারা দেখে আজকের ম্যাচ নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। তার দৃষ্টিতে এটা প্রথম ম্যাচের উইকেটের মতোই ভালো। বাউন্স থাকবে, রানও হবে। প্রাথমিকভাবে নাসির হোসেন ও ইমরুল কায়েসকে বাইরে রেখে ১৪ জনের দলটাকে কালই ১২ জনে আনা হলেও একাদশ ঠিক করার কাজটা তুলে রাখা হয়েছিল উইকেটের আজকের চেহারা দেখা পর্যন্ত। তবে সেটা কালকের মতোই থাকলে এই ম্যাচেও প্রথম ম্যাচের মতো তিন পেসার থাকার কথা দলে। মাশরাফি-তাসকিনের সঙ্গে যোগ হবেন শফিউল। নয়তো সাকিব-তাইজুলের সঙ্গে মোশাররফ যোগ হয়ে দেখা যেতে পারে তিন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনারের দলও।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব আচার্য্য, মাহতাব শফি