
চট্টগ্রামঃ পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। রোববার সংগঠিত এই হত্যাকাণ্ডে পুলিশ বাদি হয়ে পাচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সোমবার ভোর রাতের দিকে নগরীর বাদুর তলা এলাকায় ‘বড় গ্যারেজ’র সামনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন।
‘মোটর সাইকেলটি হত্যাকাণ্ডে পর থেকে সেখানে পড়ে ছিলো। কীভাবে মোটর সাইকেলটি সেখানে আসলো সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
মাহমুদা খানম হত্যার ঘটনায় পাচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। মামলার বাদি একই থানার উপ পরিদর্শক পিরতন বড়ুয়া। রোববার সকাল পৌনে ৭টায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে নগরীর জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন মিতু।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/এসজি