হত্যা ও আত্মহত্যা রোধে জনমত গড়ুন

ঢাকা: হত্যা ও আত্মহত্যা উভয় রোধেই জনমত গড়ার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। একইসঙ্গে দুই অপরাধকে জঙ্গিদের আশ্রয় বলেও বর্ণনা করেন তিনি।
রোববার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির নাট্যশালা ভবন সভাকক্ষে আসাদ সরকার নির্মিত ‘স্টপ সুইসাইড’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘হত্যা ও আত্মহত্যা উভয়ই মহাপাপ। জঙ্গিরাও এ দু’অপরাধের আশ্রয় নেয়। এ ধরনের ধ্বংসাত্মক প্রবণতা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন।’
এসময় চলচ্চিত্র নির্মতা আসাদ সরকারের উদ্যোগের প্রশংসা করে ইনু বলেন, ‘আত্মহত্যা ও হত্যারোধে ব্যাপক জনমত গড়ে তোলার জন্য সরকারের পাশাপাশি কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার, শিল্পীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি