
হবিগঞ্জ: শহরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের মাছুলিয়া এলাকার এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে চারটি রামদা, গ্রিল কাটার যন্ত্র, ছুরিসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন—সদর মডেল থানার এসআই মিজানুর রহমান, এসআই অরূপ দাশ, এসআই শহীদ মিয়া, কনস্টেবল কর্ণমনি ও কনস্টেবল ইয়াসিন আরাফাত। আহত পুলিশ সদস্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে নিহতের পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হকসহ একদল পুলিশ শহরের ইনাতাবাদ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় মাছুলিয়া এলাকার একটি লেবুবাগান থেকে আট-দশজনের একদল লোক দেশি অস্ত্র নিয়ে ইনাতাবাদের দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ডাকাতরা পুলিশের ওপর হামলা চালায়। এ পরিস্থিতিতে পুলিশ গুলি করলে ঘটনাস্থলেই একজন মারা যান। দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। পরে বুধবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
গ্রন্থনা: জাবেদ, সম্পাদনা: প্রণব