
বরিশাল: পৃথক দু’টি অভিযান চালিয়ে হরিণের চামড়া, আগ্নেয়অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। রোববার এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, বরগুনার পাথরঘাটার রুইতার চর এলাকায় অভিযানে দু’টি হরিণের চামড়া, দু’টি একনালা বন্দুক পাঁচ রাউন্ড গুলি, একটি দা, একটি ধারালো চাকু, একটি ছুরি ও রশি উদ্ধার করা হয়েছে। অপর অভিযানে বরিশাল-পিরোজপুর সড়কের বরিশাল-ঝালকাঠি সীমান্তের কালিজিরা ব্রীজ এলাকা ১১৭ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত আব্দুস সামাদ মাঝির ছেলে এমাদুল হক মাঝি (৩৯), মুন্সিগঞ্জের লৌহজং থানার নরসিংহপুর গ্রামের হাজী মো. লাল মিয়ার ছেলে মো. সাইদ (৪২), বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ হোগলা পাশা এলাকার মৃত আব্দুল বারেক মুন্সি’র ছেলে মুসা মুন্সী (৪২) ও একই উপজেলার হোগলা গ্রামের খলিলুর রহমানের ছেলে জসিম উদ্দিন (২২)।
আটককৃতদের সংশ্লিষ্ট থানায় চোরাচালন, অস্ত্র ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসজি