
নিজস্ব প্রতিনিধি,
ঢাকাঃ মানিকগঞ্জ জেলার হরিরামপুরে গরু-ছাগলের হাট ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
অপরদিকে, সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করে বন্যার কারণে সাপ্তাহিক গরু-ছাগলের হাটের ইজারার টাকা কমানো হয়েছে বলে জানানো হয়।
জানা যায়, গরু-ছাগলের হাটের ডাক গত বুধবার ডাকা হয়। কিন্তু নিয়ম বহির্ভূত প্রক্রিয়ায় নজরুল ইসলাম সেন্টুকে এক লাখ দশ হাজার টাকায় ইজারা দেয়া হয়। এই নজরুল ইসলাম সেন্টুকেই গত ১৯ জুলাই এক লাখ আটানব্বই হাজার টাকায় ইজারা দেয়া হয়েছিলো। এর আগে ১২ জুলাই তোফায়েল আহমেদ লিটনকে দুই লাখ ছয় হাজার টাকায় দেয়া হয়েছিলো। সামনে ঈদ থাকায় বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যেখানে হাট ইজারা ডাক ২ লাখ টাকার বেশি ওঠে। ঈদ সামনে থাকার পরও উপস্থিত ব্যক্তিদের সুযোগ না দিয়ে কম টাকায় তা দেয়া হয়েছে। এতে রাজস্বেরও ক্ষতি হলো বলে জানিয়েছেন উপস্থিত ব্যক্তিরা।
অনিয়মের বিষয়টি অস্বীকার করে হরিরামপুর উপজেলার এ.সি (ল্যান্ড) মো. বিল্লাল হোসেন জানান, বন্যা হওয়ায় হাটের ইজারার ডাক কম টাকা হয়েছে। এতে যারা উপস্থিত ছিলেন তারা সবাই ডাকে অংশগ্রহণ করেছেন। আগামী রবিবার ঈদ উপলক্ষ্যে গরু-ছাগলের হাট ইজারার তথ্য জানানো হবে বলে জানান তিনি।
অপরদিকে, ইজারায় অংশগ্রহণকারী তোফায়েল আহমেদ লিটন জানান, ইজারার ডাকে সবাই অংশগ্রহণ করেন, কিন্তু কাউকে ডাক দেয়ার সুযোগ না দিয়ে তাদের জানানো হয় সেন্টুকে ইজারা দেয়া হয়েছে। এ সময় তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন বলে জানান।
উল্লেখ্য, ২০১৯ সালে নয়ারহাট গরু-ছাগলের হাট ইজারা দিয়ে বাৎসরিক তেষট্টি লাখ আটপঞ্চাশ হাজার টাকা সরকারি কোষাগারে জমা পড়েছিলো বলে জানা যায়।