হলিউডকে রণবীরের না!

মুম্বাই: হলিউডে নাম লোখানো বলিউডের তারকাদের একটি স্বপ্ন। অতীতের ওম পুরী থেকে শুরু করে বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন পর্যন্ত অনেক অভিনয় শিল্পীই হলিউডে নাম লিখিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
বলিউডের পর উন্নতির আরেকটি পর্যায় হিসেবে হলিউডকেই বেছে নিচ্ছেন তারা। তবে অনেকরই প্রশ্ন তাহলে এই তালিকায় কেন ‘চকলেট বয়’ রণবীর কাপুরের নাম নেই?
জবাবটি খোদ নায়কই দিলেন। যেটি শুনে রীতিমতো অবাক হবেন রণবীর ভক্তরা। বরফি অভিনেতা বললেন, একবার তাকে হলিউড চলচ্চিত্র ‘স্টার ওয়ার’-এ কাজ করার জন্য প্রস্তাব দেয়া হয়। তবে সেটি দর্শকদের ভয়ে ফিরিয়ে দেন ‘এ দিল হ্যায় মুশকিল’ অভিনেতা রণবীর।
যাই হোক, সেই হলিউড চলচ্চিত্রে রণবীরকে দেখা গেলে বেশ ভালোই হতো বলে মনে করছেন বলিপাড়ার একাংশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদক: আইরিন রবি, সাইফুল ইসলাম