
ডেস্ক: হলিউডের পরিচিত মুখ ‘দ্যা মাম্মি’ অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। সম্প্রতি একটি ছবির শ্যুটিংয়ের জন্য ভারত এসেছেন ৪৭ বছরের এই হলিউড তারকা।
নাম ঠিক না হওয়া এই ছবিতে আরো দেখা যাবে বলিউডের জনপ্রিয় তারকাদেরও। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পশ্চিমা অনেক তারকার মতই ফ্রেজারও ভারতীদের ভালোবাসা এবং সংস্কৃতির কাছে পরাজিত হয়েছেন। এবং তার ভারত দেখার আকাঙ্খাও নাকি ছিল।
সুতরাং পরিচালক রহিত বাতরার যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রের মাধ্যমে অভিনেতার এই স্বপ্ন পূরণ হয়েছে। ছবিটিতে আরো অভিনয় করবেন রনিত রয়, নিরাজ কবি এবং প্রেম চোপড়া।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেতা ফ্রেজারের ভারতে আসার একটি ছবিও। যেখানে দীর্ঘ ভ্রমণের কারণে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে।
ব্রেন্ডন ফ্রেজারের সর্বশেষ চলচ্চিত্র ‘হেয়ারব্রেইন্ড’। বিলি কেন্ট পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি। সূত্র-টাইম অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ