
ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন ওই ক্যাফেরই তিন কর্মচারি ।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর খাসকামরায় শাহরিয়ার, মহানগর হাকিম আহসান হাবীবের কাছে তুহিন এবং মহানগর হাকিম মারুফ হোসেনের কাছে শিশির জবানবন্দি দেন।
ঘটনার সময় বাথরুমে লুকিয়ে থেকে জীবন বাঁচিয়েছিলেন বলে তারা জবানবন্দিতে উল্লেখ করেন বলে আদালত পুলিশের এসআই ফরিদ মিয়া জানান। তাদের আগে আরও ছয়জন এ মামলায় সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এরা হলেন- হলি আর্টিজানের ক্যাশিয়ার আল-আমিন চৌধুরী সিজান, কর্মচারী মিরাজ হোসেন, রাসেল মাসুদ, মেট্রোরেল প্রকল্পের গাড়িচালক বাসেদ সরদার, ঘটনার দিন রেস্তোরাঁয় খেতে আসা ভারতীয় নাগরিক সত্যপ্রকাশ এবং ওই রেস্তোরাঁর বাবুর্চি মো. শাহিন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস