
ঢাকা: রাজধানীর নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণের দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে বুধবার বেলা ১১টায় ছাত্রাবাস নির্মাণের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে মিছিল নিয়ে রওয়ান দিলে পুলিশ বাধা দেয়। পরে তারা ফিরে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করে।
তার আগে প্রেস ক্লাবের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করলে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়য়ের প্রোক্টর ড. নুরুল মোহাম্মদ শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধ করেন। শিক্ষার্থীরা প্রশাসনের পূর্ব অবস্থান ও আচরণে ক্ষিপ্ত, তাই প্রোক্টরে কথা না শুনে আন্দোলন চালিয়ে যায়।
পরে তারা বৃহস্পতিবার সকল পরীক্ষা ও ক্লাস বর্জন করে ধর্মঘটের ডাক দিয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গেটে অবস্থান কর্মসূচি ঘোষণা করে মিছিলটি আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে যায়। ২০০৫ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও ১১ বছর পার হলেও নেই কোনো আবাসিক হক। হলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে বছরের পর বছর।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানিগঞ্জে স্থানান্তরিত হওয়ায় এখন এই কারাগার খালি, গত কিছু দিন ধরে সেই খালি কারাগারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলের দাবি করছেন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়য়ের প্রোক্টর ড. নুরুল মোহাম্মদ বলেন, হলের জন্য জমি কেনা হয়েছে কেরানিগঞ্জে, হলের প্রক্রিয়াও চলছে, সময় লাগবে, আমরা চেষ্টা করে যাচ্ছি। ছাত্রদের দাবি যৌক্তিক কিন্তু এভাবে রাজপথ দখল করে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানো কোনো সমাধান নয়।
বিশ্ববিদ্যালয়য়ের দখলকৃত জমি প্রসঙ্গে প্রোক্টর বলেন, যে জমি দখলে আছে তাতে হল নির্মাণের মতো জায়গা নেই, সর্বোচ্চ কর্মচারীদের জন্য দুই একটা কোয়াটার তৈরি করা যায়।
প্রতিবেদন: জয়ন্ত কুমার শাওন, সম্পদনা: জাহিদুল ইসলাম