
ঢাকা: ব্যস্ততম জীবনে মোবাইল অতি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। তবে কর্মে ব্যাঘাত বাঁধে তখনই যখন এই কাজের জিনিসটিতে চার্জ থাকে না। তখন কোনো কাজেই আসে না এই ডিভাইস। আর এতে মুখোমুখি হতে হয় নানা সমস্যার। তবে এমন সমস্যা সমাধানে একটি বিশ্ময়কর প্রযুক্তি তৈরির প্রয়াস করেছে কিশোর আরাফ ইসরাক। তার উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে হাঁটার মাধ্যমেই চার্জ হবে মোবাইল ফোন।
শুক্রবার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তি উৎসব ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ এর ইনোভেশন কর্ণারে কথা হলো আরাফ ইসরাকের সঙ্গে। তিনি জানান, তার উদ্ভাবিত ওই ডিভাইস পায়ে দিয়ে যখন কেউ হাঁটবে তখনই মোবাইল ফোন চার্জ হবে। তবে এখন কেবল পাওয়ার ব্যাঙ চার্জ দেয়া যাচ্ছে। কিছু ইলেক্ট্রনিক ডিভাইস সংযোজনের পরই তা দিয়ে অনায়াসে মোবাই চার্জ করা যাবে।
এই কিশোরের উদ্ভাবিত আরেক প্রযুক্তি স্পাই রোবট। যার মাধ্যমে কেবল একটি স্মার্ট মোবাইল ফোনের সাহায্যে এক স্থান থেকে দূরবর্তী অন্য স্থানের ছবি দেখা যাবে। একই সঙ্গে অন্য এক অপর প্রান্তে কথোপকথনও করা যাবে।
শের-ই-বাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরাফ জানান, ব্লুটুথ এর মাধ্যমে মোবাইল ফোন অথবা ল্যাপটপ এর সাহায্যে এই রোবট নিয়ন্ত্রন করা যাবে।
প্রতিবেদন: ময়ূখ ইসলাম, সম্পাদনা: মাহতাব