
ডেস্ক- অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত হাঁটাহাঁটি করছেন তিনি।
রবিবার সকালে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একটি সুইমিংপুলের পাশে হাঁটাহাঁটি করেন। এ সময় তার ভিডিওধারণ করে ফেসবুকে পোস্ট করেন তার সঙ্গে থাকা মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
তিনি জানান, ওবায়দুল কাদের এখন অনেকটাই সুস্থ। তিনি নিয়মিত হাঁটাহাঁটি করেন। তবে কবে দেশে ফিরবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। চিকিৎসকের পরামর্শ নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, গেল ৩রা মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ভর্তির পর পরীক্ষায় তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে হার্টে একটি রিং পরানো হয়।
এর পরদিন, ভারতের বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক ড. দেবি শেঠীকে বাংলাদেশে আনা হয় এবং তার পরামর্শে সেদিনই ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।