
কুমিল্লা: নগরীর শুভপুরে হাঁস চুরির অভিযোগে গণপিটুনিতে বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। নিহত বাবু ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ককটেলসহ দেশিয় অস্ত্র।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুভপুর এলাকার ১৮টি হাঁস চুরি হয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নাদিম, বাবু, রনি, রাব্বীসহ কয়েক জনকে ধাওয়া করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নাদিম এবং বাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর রাতে বাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ককটেলসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনার বলেন, ‘একজন নিহত হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
প্রতিবেদন: জেলা প্রতিনিধি, সম্পাদনা: সজিব ঘোষ