হাইতিতে কারাগার ভেঙ্গে পালিয়েছে ১৭০ কয়েদি

ডেস্ক: হাইতিতে কারাবিদ্রোহের ঘটনার মধ্যে কারাগার ভেঙ্গে পালিয়ে গেছে ১৭০ কয়েদি। এ ঘটনায় নিহত হয়েছেন ২ জন। খবর বিবিসির।
শনিবার হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স থেকে ৩০ মাইল দূরে উত্তরের শহর আরকাকেই কারাগারে এ ঘটনা ঘটে।
এদিকে হাইতির বিচারমন্ত্রী ক্যামেলি এডুওয়াড জুনিয়র জানিয়েছেন, কারাগারে বিদ্রোহ দেখা দেয়ায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েদি ও কারাগারের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলি বিনিময় হওয়ায় দুইজন নিহত হয়। যাদের একজন নিরাপত্তা রক্ষী ও আরেকজন কয়েদি।
কারা কর্তৃপক্ষ জাতিসংঘের শান্তি রক্ষীদের সহায়তা নিয়ে কয়েদিদের খোঁজে নানা স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে ১১ জন কয়েদিকে আটক করা হয়েছে। কারাগারের আশপাশের রাস্তা-ঘাট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব