
ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হাইব্রিডের ভিড়ে যেন আসল নেতাকর্মীরা হারিয়ে না যায়। দুঃসময়ে যাদের পাওয়া যাবে না তারাই হাইব্রিড নেতাকর্মী বলে মন্তব্য করেন মন্ত্রী।
শুক্রবার বিকেলে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনের কেআইবি কমপ্লেক্স অডিটরিয়ামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ যুব মহিলা লীগ এ স্মরণ সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টকে ঘিরে সম্প্রতি রাজধানীতে পোস্টার, ফেস্টুন, ব্যানার, লিফলেট ও বিলবোর্ডের সংখ্যা বেড়ে গেছে। এসব বিলবোর্ডে কেবলমাত্র নেতাকর্মীদের ছবিকে হাইলাইটস করা হচ্ছে। তিনি নেতাকর্মীদের এই ধরনের বদঅভ্যাস পরিহার করে সকলকে বিলবোর্ডে শুধু বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগাতে বলেন। আর এতে করে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে বলেও মন্তব্য করেন।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে যারা মুছে ফেলতে চাইছে তারা নিজেরাই আজ ইতিহাসের পাতা থেকে মুছে গেছে।
তিনি বলেন, দেশের উগ্রবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে পরাজিত করতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর সেজন্য এই যুব মহিলালীগের মধ্যে নবজাগরণের সৃষ্টি করতে হবে।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, এখনো বঙ্গবন্ধুর অনেক খুনিদের বিচার করা হয়নি। তবে আদালতের মাধ্যমে শিগগির তাদের বিচার করা হবে। এসময় পৃথিবী যতোদিন থাকবে ততোদিন বঙ্গবন্ধুর আদর্শ টিকে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ৭১ এর পরাজিত শক্তিরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েই তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল উপস্থিত ছিলেন।
প্রতিবেদন, অজিত সরকার, সম্পাদনা-জাহিদুল ইসলাম