
ডেস্কঃ চার গোলের বিশাল ব্যবধানে হাঙ্গেরিকে পরাস্ত করে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম।
প্রথমার্ধে বেলজিয়ামের হয়ে ব্যবধান সৃষ্টি করেন টবি আলডারভাইরেল্ড। বিরতির পর মিশি বাতসুই, এডেন হ্যাজার্ড ও ফেরেইরা কারাসকোর গোলে ইউরোর এবারের আয়োজনের সবচেয়ে বড় ব্যবধানের জয় ছিনিয়ে নেয় বেলজিয়াম।
খেলা শুরু হওয়ার দশ মিনিটের মাথায় বাঁ-দিক থেকে কেভিন ডি ব্রুইনের দর্শনীয় ফ্রি-কিক থেকে জোরালো হেডে বল জালে জড়ায় আলডারভাইরেল্ড। কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন ডি ব্রুইন, গোলরক্ষকের দেয়া কর্নার জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিক আঙুলে ছুঁইয়ে ব্রুইনারকে আবার হতাশ করেন গোলরক্ষক প্রথমার্ধের ৩৫ তম মিনিটে।
প্রথমার্ধের একদম শেষ ছয় মিনিটে গোল শোধ করার একাধিক সুযোগ হাতছাড়া করে হাঙ্গেরি। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে আদাম পিন্তেরের জোরালো শট প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে ক্রসবার ঘেঁষে ভিতরে ঢুকতে যাচ্ছিল, এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে সেটা ঠেকান থিবো করতোয়া। তার ঠিক দুই মিনিট পর ডিফেন্ডার রোলান্দ ইউহাসের কোনাকুনি শট দূরের পোস্টের পাশ দিয়ে বাইরে চলে গেলে হাঙ্গেরির হতাশা বাড়ে।
কিছুক্ষণ পর এক মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-০ করে জয় অকেটাই নিশ্চিত করে ফেলে বেলজিয়াম। ৭৮তম মিনিটে বাঁ-দিক থেকে হ্যাজার্ডের আড়াআড়ি পাস পেয়ে সহজেই জালে জড়ান দুই মিনিট আগে বদলি নামা ফরোয়ার্ড বাতসুই।
পরের মিনিটে পাল্টা-আক্রমণ থেকে ডি বক্সের বাইরে থেকে বল নিয়ে তিন জনের বাধা কাটিয়ে ডান পায়ের নীচু শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান হ্যাজার্ড। অতিরিক্ত সময়ে রাদিয়া নাইনগোলানের বাড়ানো বলে জোরালো শটে চতুর্থ গোলটি করেন বদলি নামা আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার কারাসকো।
আগামী শুক্রবার লিলে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে খেলবে বেলজিয়াম। বার্সেলোনার ডিফেন্ডার টমাস ভারমালেন পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তাকে পাবে না প্রতিযোগিতার অন্যতম ফেভারিটরা।
নিউজনেক্সটবিডিডটকম/এসকেএস/টিএস