হাজারীবাগে ১৪ শিবিরকর্মী আটক

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানার একটি এলাকায় তল্লাশি (ব্লক রেইড) চালিয়ে ১৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ১৪ জামায়াত-শিবির নেতাকর্মীর কাছ থেকে বেশ কিছু জিহাদী বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদও জব্দ করা বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ডিউটি অফিসার এসআই আশরাফ।
তিনি বলেন, বিশেষ নির্দেশনায় প্রতি রাতেই বিভিন্ন এলাকায় ব্লক রেইড দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় হাজারীবাগ থেকে ১৪ জন শিবিরকর্মীকে আটক করা হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএস/এসআই