
ঢাকা: স্যামসাং গ্যালাক্সি সিরিজের জে৫ ও জে২ মডেলে স্মার্টফোনের দাম কমিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যালাক্সি সিরিজের ২০১৫ সালের জে৫ ও জে২ পূর্বের মূল্যের চেয়ে ১ হাজার টাকা কমে পাওয়া যাবে। এই অফারে, গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটের মূল্য ১ হাজার টাকা কমে নতুন মূল্য হয়েছে ১৫ হাজার ৯০০ টাকা (পূর্ব মূল্য ১৬,৯০০ টাকা)। গ্যালাক্সি জে২ হ্যান্ডসেটের প্রোমোশনাল মূল্য ১০ হাজার ৪৯০ টাকা (বাজার মূল্য ১১,৪৯০ টাকা)।
এই অফার সম্পর্কে স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, ‘স্যামসাং-এ আমরা সব সময় আমাদের পণ্যে বিভিন্ন নতুন অফার দেয়ার এবং ডিভাইসগুলোকে গ্রাহকদের জন্য আরো সহজলভ্য করার চেষ্টা করি। এই রকম প্রোমোশনাল অফারের মাধ্যমে আমাদের গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে সেরা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।’
এই অফার শুধুমাত্র অনুমোদিত স্যামসাং স্টোরসমূহ থেকে কেনা স্যামসাং গ্যালাক্সি জে২ এবং গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটগুলোতে পাওয়া যাবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এমএস/এসজি