
সিরাজগঞ্জ: আদালতে হাজিরা শেষে সিরাজগঞ্জে জেএমবির ৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান জেএমবির সদস্যদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।
এরা হলেন: নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীনের (জেএমবির) সদস্য সুলতান মাহমুদ (২২), সোয়াইব হোসেন বাবু (১৯), মাহমুদুল হাসান (২২), মোতালে হোসেন (২৪) মারুফ ফয়সাল (২২), হযরত আলী (৩৩), আমজাদ হোসেন (৩০)।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) এ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সুত্রে জানায়, ২০১৫ সালের ১১ অক্টোবর সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের দুই পুত্র জেএমবির সদস্য ওমর ফারুক ও ইদ্রিস আলীকে আটক করে পুলিশ।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকি সদস্যদের আটক করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে জেহাদী বই, মোবাইল ফোন, প্রশিক্ষণ কাজে ব্যবহৃত ভিডিও ফুটেজ উদ্ধার করা হয়।
এঘটনায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী/২০১৩ এর ৮/৯/১০/১৩/১৪) ধারায় উল্লাপাড়া মডেল থানায় (মামলা নং ২৬৩/১৫) মামলা দায়ের করে পুলিশ।
২০১৬ সালের ২১ ফেব্রুয়ারী মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সাইদুল ইসলাম আদালতে চার্জশীট দাখিল করেন। আজ এ মামলায় তাদের আদালতে হাজির করা হয়।
প্রতিনিধি: শরীফ আহমদ, সম্পাদনা: জাবেদ