
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলমান করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদ-উল আজহা ঘিরে পশুর হাটে একটি পশু কিনতে হাটে দুই জনের বেশি যাওয়া যাবে না বলে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, ক্রেতা-বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরে পশুর হাটে প্রবেশ ও প্রত্যেকের মাঝে দুই হাত দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পশু কোরবানিকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশিকায় এসব নির্দেশনা প্রণয়ন করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
নির্দেশনাটি এরই মাঝে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, তথ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো হয়েছে।
ক্রেতা-বিক্রেতাদের জন্য নির্দেশনা:
ক্রেতা-বিক্রেতা সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ হাটে প্রবেশ করবেন না। শিশু, বৃদ্ধ এবং অসুস্থরা হাটে আসতে পারবেন না। পশুর হাটে প্রবেশের আগে ও বের হওয়ার সময় তরল সাবান/সাধারণ সাবান এবং পানি দিয়ে হাত ধুতে হবে। মূল্য প্রদান এবং হাটে প্রবেশ ও বের হওয়ার সময় কমপক্ষে ৩ ফুট বা ২ হাত দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে হবে। হাট কমিটি, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
পশু কোরবানিকালীন নির্দেশনা:
পশু কোরবানির সময় প্রয়োজনের অধিক লোকজন একত্রিত হবেন না এবং কোরবানির মাংস সংগ্রহের জন্য একত্রে অধিক লোক চলাফেরা করবেন না।
পশুর চামড়া দ্রুত অপসারণ করতে হবে এবং কোরবানির নির্দিষ্ট স্থানটি ব্লিচিং পাউডারের দ্রবণ দিয়ে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে।