
ঢাকা: রাজধানীর হাতিরঝিলে বাস সার্ভিস চালু পর লেকে চালু করা হয়েছে ওয়াটার ট্যাক্সি সার্ভিস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এই সার্ভিস উদ্বোধন করেন।
আপাতত হাতিরঝিল থেকে দুটি রুটে চলবে ওয়াটার ট্যাক্সি সেবা। মেরুল বাড্ডা থেকে মগবাজার সাতরাস্তা পর্যন্ত রুটে ভাড়া ২৫ টাকা এবং এফডিসির সামনে থেকে গুলশান-১ পর্যন্ত রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বাংলাদেশ সেনা বাহিনী এস ডব্লিউও (পশ্চিম)-এর পৃষ্ঠপোষকতায় হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি সার্ভিস চালু করা হয়েছে।
প্রকল্পের উপ-পরিচালক লে. কর্নেল নেজাম উদ্দিন জানান, উদ্বোধনী দিনে চারটি ওয়াটার ট্যাক্সি চালু করা হয়েছে। চাহিদা বাড়লে এর সংখ্যা আরো বাড়ানো হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়।
জানা যায়, বাস সার্ভিসটি রামপুরা ব্রিজ থেকে মহানগর-মধুবাগ-মগবাজার-ভায়া ডাক্ট-১ (হাতিরঝিল সেলিব্রেটি পয়েন্ট), বেগুনবাড়ী-কুনিপাড়া-গুলশান আড়ং-পুলিশ প্লাজা-মেরুল বাড্ডা হয়ে আবার রামপুরা ব্রিজে যাবে। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত বাস চলাচল করে।
রামপুরা ব্রিজ থেকে ভায়া ডাক্ট-১ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ১৫ টাকা এবং পুরো চক্রপথের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রাথমিকভাবে ২৭ আসনের চারটি নন-এসি বাস দিয়ে এ কার্যক্রম চালু করা হয়।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ